নিউজ ডেক্সঃ
গত কয়েক দিন আগে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুড়িগ্রাম জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেই পরিস্থিতিতে আজ শনিবার উলিপুর থানার হাতিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে বন্যায় প্লাবিত অসহায় মানুষদের খাবার বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী বিতরণ করেন রক্তযোদ্ধা ক্লাবের স্বেচ্ছাসেবীগণ শতাধিক পরিবারের মাঝে কিছু খাবার, চাল,ডাল,চিনি,মোমবাতি, প্রাথমিক ওষুধ এবং মেয়েদের স্যানিটারি ন্যাপকিন সহ শিশুদেরকে বিস্কুট দেওয়া হয়। ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, রক্ত যোদ্ধা ক্লাবের আপডেট ম্যানেজার রোকসানা তুলি, নাজমুল ইসলাম সাদুল্লাপুর টিম লিডার্স মুন মন্ডল গাইবান্ধা জেলা সমন্বয়ক লিপু পেজ ও গ্রুপ মডারেটরসহ প্রমুখ।ত্রাণ সামগ্রী বিতরনের বিষয়ে রক্ত যোদ্ধা ক্লাবের গাইবান্ধা জেলার সমন্বয়ক মুন মন্ডল আমাদের জানান, আমরা কুড়িগ্রামের উলিপুর হাতিয়া ইউনিয়ন এসেছি এবং বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারাও যারা সমাজে বিত্তবান ব্যক্তিরা আছেন আপনারাও বন্যায় প্লাবিত মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষ মানুষের জন্য।