আইপি টেলিভিশন Apr.tv টিভির নিউজ এডিটর পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রেজোয়ান কবির । গত ০৯ এপ্রিল ২০২২ ইং আইপি টেলিভিশন এপিআর টিভি’র প্রকাশক ও সম্পাদক এ নিয়োগ প্রদান করেন।
এছাড়াও সাংবাদিক রেজোয়ান কবির রংপুর মেয়র বার্তা প্রত্রিকায় বার্তা সম্পাদক ও npnews71.com এর সিনিয়র রির্পোটার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও সাংবাদিক রেজোয়ান কবির bd-bulletin.com পত্রিকায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।
আইপি টেলিভিশন সাংবাদিকতায় সাংবাদিক রেজোয়ান কবির সকলের সহযোগিতা কামনা করেন।