শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
বাবার সাথে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ছেলে মাহমুদুলের।

বাবার সাথে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ছেলে মাহমুদুলের।

নিউজ ডেক্সঃ

বাবার সাথে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না মাহমুদুল হাসান নামের অনার্স ৩য় বর্ষের এক শিক্ষার্থীর।

রোববার (১০ জুলাই) সকালে রংপুর নগরীর পাকার মাথা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির মাংস কাটার জন্য প্রয়োনীয় সামগ্রী বাসা থেকে নিয়ে আসার জন্য মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার পথে পাকার মাথা নামকস্থানে রংপুর থেকে মহিপুর গামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী মাহমুদুল হাসান মারা যান। এ ঘটনায়
মাইক্রোবাসসহ চালক পলাতক রয়েছে।

নিহত মাহমুদুল হাসান গঙ্গাচড়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution