নিজস্ব প্রতিবেদকঃ
গত ১০ জুলাই রবিবার মুসলীম ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয়।ইদুল আযাহা উপলক্ষে সামর্থবান সকল মুসলমানগন পছন্দের পশু কোরবানি দিয়ে থাকে আর রংপুরে পশু কোরবানীর পর পরই প্যানেল মেয়র মাহামুদুল হাসান টিটুর নেত্রীত্বে বর্জ্য অপসরন শুরু করে রংপুর সিটি কর্পোরেশন।এজন্য কাজ করেছে ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী। ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসরণে সক্ষম হয়।বর্জ্য অপসরণে ব্যবহার করা হয় ৪৭টি যানবাহন।পানি দিয়ে ধুয়ে ফেলা হয় রাস্তা। ছিটানো হয় ব্লিচিং পাউডার।ঈদের দিন রবিবার দুপুর ১২ টায় নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসরণ কাজের উদ্বোধন হয় এবং রাত ২ টায় শেষ হয়।
১২ ঘন্টার মধ্যে কোরবানীর বজ্য অপসারণের ঘোষণা দিয়ে এবার সফল রংপুর সিটি কর্পোরেশন আর কোরবানির বর্জ্য অপসরনে প্যানেল মেয়র টিটুর তদারকি মাঠে ঘাটে , ২ টা রাত পর্যন্ত কাজ করে নগরীর পরিষ্কার পরিচ্ছন করেছেন তিনি।
বর্জ্য অপসারণের বিষয়ে মাহমুদার রহমান টিটু বলেন,রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহোদয় পরিত্র হজ্জ্ব পালনে দেশের বাহিরে থাকায় বর্জ্য অপসরনের দায়িত্ব পরে আমার উপর আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালনের চেষ্টা করেছি মাঠে-ঘাটে চষে বেরিয়েছি এবং ১২ ঘন্টার মধ্যে নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য যে মাহমুদুর রহমান টিটুর নেত্রীত্বে কুরবানীর বর্জ্য ১২ ঘন্টার মধ্যে অপসরনের ঘোষনা দেয়া মাত্র কাজ শুরু করে ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী। ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসরণে সক্ষম হয় তারা।