নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারী
উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, রংপুরের গর্ব, দানবীর, গরিবের বন্ধু, রংপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, রংপুর-১ ও রংপুর-৪ (১৯৯১, ১৯৯৬, এবং ২০০১) এর ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, কেভি গ্রুপের স্বত্ত্বাধিকারী এবং পিপলস ইন্সুরেন্স এর পরিচালক জনাব আলহাজ্ব করিম উদ্দিন ভরসা ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টর সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ইয়াসির।
আজ ২৩ শে জুন শনিবার এক শোক বার্তায় তিনি বলেন,জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারী উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, রংপুরের গর্ব, দানবীর, গরিবের বন্ধু, রংপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি,করিম উদ্দিন ভরসার মৃত্যুতে উত্তরবজ্ঞে শোকেয় ছায়া নেমে এসেছে তার স্থান পুষিয়ে নেয়া কারো পক্ষে সম্ভব নয় তাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি,আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।