বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
পাওনা টাকার দাবীতে তিনদিন ধরে পাওনাদারের বাড়িতে অনশন করছেন লক্ষীপুরের এক ব্যাবসায়ি।

পাওনা টাকার দাবীতে তিনদিন ধরে পাওনাদারের বাড়িতে অনশন করছেন লক্ষীপুরের এক ব্যাবসায়ি।

নিজস্ব প্রতিবেদকঃরংপুর নগরীর ৩২নং ওয়ার্ডে পাওনা টাকা আদায়ের দাবীতে পাওনাদারের বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এক ব্যাবসায়ি
।খোক নিয়ে জানা গেছে ওই ব্যাবসায়ির বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এক গ্রামে

ব্যাবসায়িক লেনদেনের এক পর্যায়ে রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেন সাথে ১২ বছর আগে ২৫ লক্ষ টাকা লেনদেন হয় ঐ ব্যাবসায়ির।বর্তমানে ওই ব্যাবসায়ি সব কিছু হারিয়ে বর্তমানে নিশ্বঃ তাই পাওনা টাকা পেতে লক্ষীপুর থেকে গত ১৮ আগষ্ট রংপুরে আসে ওনার আশে, আসার খবর পেয়ে পাওনাদার ইসলামইল হোসেন গা ঢাকা দিয়েছেন।তাই তার বাড়িতেই অনশন শুরু করেছেন লক্ষীপুরে শেই ব্যাবসায়ি।

মাহামুদ আইয়ুব মোকছেদ জানান ১২ বছর আগে ব্যাবসা করতেন ইসমাইল হোসেনের সাথে তিনি ব্যাবসায় বিভিন্ন সময় তাদের মধে টাকা লেনদেন হতো যার ডকুমেন্ট তার কাছে আছে কিন্তু ১২ বছর ধরে টাকা চাইতে চাইতে আজ আমি নিশ্বঃ তাই কোন উপায় না পেয়ে রংপুরে চলে আসি কিন্তু এসে দেখি ইসমাইল হোসেন বাসায় নাই তাই আমি ঠিক করে নিয়েছি টাকা না পেলে বাসায় যাবো না।আমার আসার খবর পেয়ে ইসমাইল হোসেন বাসা থেকে পালিয়েছে।তারা আমার সাথে কোন যোগাযোগ করছে না।ইসমাইল হোসেনের এ আর বি ইন্টারন্যাশনাল পোলট্রি ফিড্ ফ্যাক্টরী ছিলো তবে কোন কারনে প্রতিষ্ঠান টি শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়।বছর দুয়েক আগে আবার মাহমুদ আইয়ুব মোকছেদ এর কাছে ‘ভাড়া’ দিয়ে ছিলো।
তবে ভাড়া দেওয়ার ২ বছর পার হলেও এখন প্রতিষ্ঠান টি বুঝে দেয় নি মাহমুদ আইয়ুব মোকছেদের হাতে।তাই সব শেষ প্রায় বান্ধ হয়েই অনসনের সিন্ধান্ত নিয়েছে মোঃ মাহমুদ আইয়ুব মোকছেদ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution