একুশে পদক প্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান
পাভেল রহমান এর রত্নগর্ভা মা মতিজা রহমান আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শালবন মিস্ত্রিপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল ৩১ আগস্ট বুধবার সকাল ৯টায় রংপুর কৈলাশ রঞ্জন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছিলেন ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রয়াত এসপি মুজিবুর রহমানের সহধর্মীনি। তাঁর বড় ছেলে ডা. ওমর ফারুক, দ্বিতীয় সন্তান মেয়ে আমেরিকার লসএঞ্জেলস প্রবাসী শাহানা পারভীন, তৃতীয় সন্তান ছেলে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান ও কনিষ্ঠ কন্যা প্রয়াত শিক্ষক রেহানা পারভীন।
তাঁর মৃত্যুতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তআফিজার রহমান মোস্তফা গভীর শোক প্রকাশ করেন। মেয়র এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতিজা রহমান এর মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিটির সভাপতি রহমতুল্লাহ অপু, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শিমুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। ফিরেদেখা সংগঠনটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, গীতিকার এমাদ উদ্দিন আহমেদ, কবি সাকিল মাসুদ, কবি বাদল রহমান, ড. শাহ সুলতান তালুকদার প্রমুখ।