নিউজ ডেক্সঃ
রংপুরের তারাগন্জের হাড়িয়ারকুঠি ডাঙ্গিরহাট ফজলুল সরকারের সাবালিকা মেয়ে লিলিফা আক্তার,একই গ্রামে মোহম্মদ আলীর ছেলে সোহেল রানাকে গত ২৪ শে জুলাই ইসলামি শরিয়ত মোতাবেক গাজিপুর সিটি কর্পোরেশনের টঙ্গিস্হ কাজী মইন উদ্দিনের অফিসে বিবাহ করেন। স্বামী হারানোর ভয়ে রংপুর রিপোটাস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যে দম্পতি লিলিফা জানায়, সোহেল রানার পরিবার গরিব হওয়ায় মেরে ফেলার ষড়যন্ত্র করে যাচ্ছে লিলিফার পরিবার। তাই নিরউপায় হয়ে সাংবাদিকদের লিখনি ও মিডিয়ার মাধ্যে প্রশাসনিক এবং সরকারের সহযোগীতা চেয়েছেন দম্পতি লিলিফা ও তার স্বামী সোহেল রানা।