স্টাফ রিপোর্টার:
মহানগরীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। দোকান কর্মচারীদেরসহ নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ ৪০০ মানুষের হাতে উষ্ণতার উপহার তুলে দিয়েছে সংগঠনটি। রোববার (২৯ জানুয়ারি) রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান জীবন রায়হান, ব্যবস্থাপনা পরিচালক জয়িতা হক জিমি, সাংবাদিক ও সংগঠক ফরহাদুজ্জামান ফারুক, মহানগর দোকান কমচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের কোষাধ্যক্ষ পিযুস দাস, সংগঠক দুলাল মিয়া প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিটন পারভেজ মান্না।
এসময় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জয়িতা হক জিমি বলেন, আজ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্ত ও দোকান কর্মচারীদের পাশে এগিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি যদি সবাই সবার জায়গা থেকে সামর্থ্য থেকে চেষ্টা করে তাহলে সমাজে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে মানুষের জন্য যে ব্রত নিয়ে কাজ করার চেষ্টা করছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।
সেবামূলক এই সংগঠন শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জানিয়ে চেয়ারম্যান জীবন রায়হান বলেন, আজ হয়ত আমি আমার ফাউন্ডেশনের উদ্যোগে ছোট পরিসরে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু কথা দিচ্ছি আল্লাহ সহায় হলে আমি
আমৃত্যু সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাবো। আজ শীতবস্ত্র তুলে দিচ্ছি, এরআগে করোনাকালীন সময় থেকে শুরু করে রমজান, সেহরিতে উন্নতমানের খাবার বিতরণ করেছি। বিভিন্ন দুর্যোগে সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি বিশ্বাস করি মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাও একটা ইবাদত।
শীতবস্ত্র বিতরণ এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সদস্য হিমেল, সেলিম রেজা, আরাফাত ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠানে মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের একশো জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ৩০০ জনকে অসহায় দুস্থ মানুষকে উষ্ণ উপহার কম্বল তুলে দেয় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন।