নগর প্রতিবেদকঃ
রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমরা নতুন পরিষদ শপথ নিয়েছি। ১৯ ফেব্রুয়ারী থেকে আমরা দায়িত্ব গ্রহন করবো। আমরা একটা দিনও নষ্ট করতে চাই না। নতুন নতুন প্রজেক্ট প্রোফাইল ইতিমধ্যে তৈরি করেছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোহিতা চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় রংপুরকে একটা তিলোত্তমা নগরী গড়ে তুলবো ইনশাআল্লাহু।
শুক্রবার রাতে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২১নং ওয়ার্ড যুব সমাজের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র মোস্তফা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে মাত্র ৫৪ স্কোয়ার কিলোমিটার। আর রংপুরটা উচ্চ বিলাসী সিটি কর্পোরেশন করা হয়েছে। ২০৫ স্কোয়ার কিলোমিটার। যা রাজশাহী নগরীর চেয়ে ৩ গুন বড়। আমরা তার পরেও হতাশ নই। আমরা রাজশাহীর মত করে তিলোত্তমা নগরী গড়ে তুলতে চাই রংপুরকে। আর আমোদের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাক্ষ সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, গত ৪ জানুয়ারী আমি শপথ নেয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি এবং রংপুরের দৈন্যদশার কথা বলেছি, ফান্ডিং করার জন্য অনুরোধ করেছি।তিনিও আমাদের আশ্বস্থ করেছেন। আমরা আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় রংপুরকে একটি আধুনিক ও বসবাস উপযোগী নগরীতে পরিনত করতে পারবো।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান মিজান ও জিয়াউল শাহ শ্যামলের সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজগর আলী, আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মুকুল, সিদ্দিকুর রহমান, রংপু জেলা ট্রাক ও ট্যাংলরী শাখার সভাপতি মোঃ হাফিজার রহমান, আলহাজ্ব মোঃমজিবর রহমান ও আব্দুল বারেক।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করে প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।