বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক, ফেরত পাঠালো বিজিবি

মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক, ফেরত পাঠালো বিজিবি

নিউজ ডেক্সঃ

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বিজিবি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া গ্রামের বাসিন্দারা। পরে তারা বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করেন।

বিজিবি সূত্র জানায়, মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন বিএসএফ সদস্য দিলিপ কুমার। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়ার বাসিন্দারা তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ এর লে. কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমারকে উদ্ধারের পর বিএসএফ-১৩৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পতাকা বৈঠক করে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution