বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
খুশিতে মোটরসাইকেল কিনে দিলেন দাদা, ২৪ ঘণ্টা না যেতেই গেল প্রাণ

খুশিতে মোটরসাইকেল কিনে দিলেন দাদা, ২৪ ঘণ্টা না যেতেই গেল প্রাণ

নিউজ ডেক্সঃ

১৭ বছরের ফারহান আঞ্জুম মাফি। এবার এসএসসি পাস করেছেন। ভর্তি হয়েছিলেন কলেজেও। আর এ খুশিতে নাতিকে শখের মোটরসাইকেল কিনে দিয়েছিলেন দাদা। সেই মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন মাফি। কিন্তু ফিরলেন লাশ হয়ে। মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টা না যেতেই মাফির মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার রাত ৯টার দিকে কুমিল্লার গোমতী নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফি কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার কবি দীপ্র আজাদ কাজলের ছেলে ও নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে বের হন মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করে নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন মাফি। নাতি কলেজে ভর্তি হওয়ার খুশিতে ২৬ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল কিনে দেন তার ছোট দাদা। মোটরসাইকেল পেয়ে খুশিতে দুই বন্ধুকে নিয়ে রোববার সন্ধ্যায় গোমতীর পাড় ঘুরতে যান মাফি। রাত ৯টার দিকে ফেরার পথে বিবির বাজার রোডস্থ কালাপীর মাজারের সামনে আইল্যান্ডে এলে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution