নিউজ ডেক্সঃ
রংপুর নগরীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তা পাকাকরণ, কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন।
রংপুর সিটি কর্পোরেশনের নিজেস্ব অর্থায়নে নগরীর ১৭ নং ওয়ার্ডের রামপুরা এলাকায ১৫০ মিটার কাচাঁ রাস্তা আরসিসিকরণ ও সবুজবাগে ১২৫মিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকায় ১৮০ মিটার কাচাঁ রাস্তা পাকাকরণ, ১নং ওয়ার্ডের মুচির মোর এলাকায ৩৫০ মিটার কাচাঁ রাস্তা পাকাকরণ করা হচ্ছে।
মঙ্গলবার (১ লা মার্চ) দুপুরে উক্ত কাজ সমূহের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় ১৭নং ওয়ার্ড কাউসিলর মোঃ আব্দুল গফ্ফার,মহিলা কাউন্সিলর মোছাঃ সাহেদা আনোযারি লাকি ৬নং ওয়ার্ড কাউসিলর মোঃ মনোয়ার হোসেন লেবু, মহিলা কাউন্সিলর মোছাঃ বিলকিস বেগম, ১নং ওয়ার্ড কাউসিলর মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি নগরীর ২৫নং ওয়ার্ডের বোতলাপাড়ায় রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন ।