নিউজ ডেক্সঃ
রংপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ সেলিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ । বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাংলাদেশ ব্যাংক মোড় লালমনিরহাট ট্যাম্পু স্ট্যান্ড এর সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম মিয়া লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী উত্তর গুপদা গ্রামের মোঃ আঃ রশিদ এর ছেলে।বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন।
তিনি জানান তার পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফারুক খলিল এর নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার কবে।