সরকার মনজুরুল মান্নান।
রংপুর প্রতিনিধি।।
রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম সারা দেশে সঠিকভাবে ভোক্তার কাছে পৌছে দিতে আজ রংপুরের একটি রেস্তোরায় আগাম প্রতিনিধি সম্মেলন করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড। এক দিনেই মধ্যেই আম ভোক্তার কাছে পৌছে যাবে এই স্লোগান কে সামনে নিয়ে রংপুরের বিভিন্ন জেলা থেকে আগত শাখা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় কম্পানীর এম.ডি মোঃ আবুল কালাম আজাদ, উওর বঙ্গের এজিএম মোঃ ইব্রাহীম, রংপুর ব্রাঞ্চ এর ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম, সাগরসহ আরো অন্যন্যা আমন্ত্রিত প্রতিনিধি ও উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্পানীর এম.ডি মোঃ আবুল কালাম আজাদ বলেন অতি অল্প সময়ের মধ্যে তারা গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছেন। তাদের প্রতিটি শাখা ডিজিটাল। প্রতিটি পণ্য বুকিং থেকে পৌছা পর্যন্ত এর অবস্থান যানা যাবে। গ্রাহকের সুবিধার জন্য এসএমএস ও ফোন করে জানানোর পাশাপাশি সরাসরি পন্য পৌছে দেয়ার ব্যাবস্থা আছে। উত্তর বঙ্গের এজিএম মোঃ ইব্রাহীম বলেন অন্য যে কোন কুরিয়ারের থেকে কম মূল্যে পণ্য সঠিক সময়ে পৌছে দেয়া হবে