নিউজ ডেক্সঃ
৪৯৫ ভোটের ব্যবধানে পুনরায় রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হলেন মোঃ ইসমাইল হোসেন
রংপুর বিভাগের অন্যতম বৃহৎ নির্মান শ্রমিক সংগঠন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ১ হাজার ১৪৫টি ভোট পেয়ে সভাপতি পদে মোঃ ইসমাইল হোসেন এবং ১ হাজার ৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
শুক্রবার রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । প্রায় পাঁচ হাজার শ্রমিক ইউনিয়নের ভোট থাকায় সকাল ১০ টা পর্যন্ত ভোট গণনা করা হয় ।
সারা রাত ভোট গণনা শেষে গত শনিবার সকালে রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান সোবরাত আলী।
নির্বাচনের ১৯ টি পদের মধ্যে ৯ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর ১০ টিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বিজয়ীৱা হলেন , সভাপতি, মোঃ ইসমাইল হোসেন।
সিনিয়র সভাপতি- মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক- মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক – ফুল কিশোর, সহ-সাধারণ সম্পাদক- মোঃ লিটন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক- হাফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ- মোঃ খোকনুজ্জামান, প্রচার সম্পাদক- নব চন্দ্র রায়, সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ কদম আলী।
মোট ভোটার ৪ হাজার ৮১৩ ভোট। ভোট গ্রহণ করেছে ২ হাজার ৯৭৭ টি