বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
ধোঁকাবাজ বউ নাটক নিয়ে আসছেন আলোচিত অভিনেত্রী ঊর্মি বিশ্বাস ও আশিক চোধুরী

ধোঁকাবাজ বউ নাটক নিয়ে আসছেন আলোচিত অভিনেত্রী ঊর্মি বিশ্বাস ও আশিক চোধুরী

আকাশ খাঁন/বিনোদন ডেক্সঃ

ধোঁকাবাজ বউ নাটকে আলোচিত অভিনেত্রী উর্মি বিশ্বাস এবার পর্দায় আসছেন। ধোকাবাজ বউ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

নাটক টি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মিলন চিশতি।

একটি সূত্রে জানা গেছে, শুটিংয়ে অংশ নিয়েছেন উর্মী বিশ্বাস ও আশিক চোধুরী।

ধোকাবাজ বউ’ শিরোনামে নাটকটির ইতোমধ্যে রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিক এলাকায় এর শুটিং হয়েছে। আরও কয়েকদিন শুটিং চলবে। নাটক প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্টরা। তাই নাটক প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে উর্মী বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখন থেকে শুটিং কন্টিনিউ করে যাবো আপাতোত শুটিং ও ফটোশুট নিয়ে ব্যাস্ত সময় পার করছি ভালো একজন অভিনেত্রী হওয়া আমার একমাত্র মূল লক্ষ্য।

খুব শিগগিরই সামনে মুক্তি পাবে উর্মি বিশ্বাস ও আশিক চৌধুরীর ধোঁকাবাজ বউ নাটক টি।

উর্মি বিশ্বাস আরো বলেন নাটক টি সুন্দর একটি গল্প অবলম্বনে সৃষ্টি, দর্শকদের অনেক ভালোলাগার একটি ভিন্ন ধর্মী নাটক এটি। আশা করছি দর্শকের কাছে অনেক ভালো লাগবে। এছাড়াও মিডিয়া জগতে আরো সুন্দর সুন্দর নাটক ও অভিনয় উপহার দিতে চান জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ঊর্মি বিশ্বাস।

ধোঁকাবাজ বউ নাটকের অভিনয়ে ছিলো
উর্মি বিশ্বাস ও আশিক চৌধুরী সহ ছিলেন খালেদা আক্তার কল্পনা, কামরুল বাহার আরো অনেকে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution