আকাশ খাঁন/বিনোদন ডেক্সঃ
ধোঁকাবাজ বউ নাটকে আলোচিত অভিনেত্রী উর্মি বিশ্বাস এবার পর্দায় আসছেন। ধোকাবাজ বউ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটক টি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মিলন চিশতি।
একটি সূত্রে জানা গেছে, শুটিংয়ে অংশ নিয়েছেন উর্মী বিশ্বাস ও আশিক চোধুরী।
ধোকাবাজ বউ’ শিরোনামে নাটকটির ইতোমধ্যে রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিক এলাকায় এর শুটিং হয়েছে। আরও কয়েকদিন শুটিং চলবে। নাটক প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্টরা। তাই নাটক প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উর্মী বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখন থেকে শুটিং কন্টিনিউ করে যাবো আপাতোত শুটিং ও ফটোশুট নিয়ে ব্যাস্ত সময় পার করছি ভালো একজন অভিনেত্রী হওয়া আমার একমাত্র মূল লক্ষ্য।
খুব শিগগিরই সামনে মুক্তি পাবে উর্মি বিশ্বাস ও আশিক চৌধুরীর ধোঁকাবাজ বউ নাটক টি।
উর্মি বিশ্বাস আরো বলেন নাটক টি সুন্দর একটি গল্প অবলম্বনে সৃষ্টি, দর্শকদের অনেক ভালোলাগার একটি ভিন্ন ধর্মী নাটক এটি। আশা করছি দর্শকের কাছে অনেক ভালো লাগবে। এছাড়াও মিডিয়া জগতে আরো সুন্দর সুন্দর নাটক ও অভিনয় উপহার দিতে চান জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ঊর্মি বিশ্বাস।
ধোঁকাবাজ বউ নাটকের অভিনয়ে ছিলো
উর্মি বিশ্বাস ও আশিক চৌধুরী সহ ছিলেন খালেদা আক্তার কল্পনা, কামরুল বাহার আরো অনেকে।