নিউজ ডেক্সঃ
পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আজিজ ওরফে কালু বিডিআর (৬৫) ও তার ছেলে আরিফ হোসেন (২৪) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলাধীন চাকলারহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে৷
জানা গেছে, আব্দুল আজিজ ওরফে কালু বিডিআরের বাড়ি একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন ৷ নিহত আরেকজন জন হলেন তার ছেলে ও বিজিবি সদস্যে আরিফ হোসেন। গত কয়েক আগে বিয়ে করেন আরিফ হোসেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার বিকেলে বিজিবি সদস্য আরিফ হোসেন ও তার বাবা আব্দুল আজিজকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে চাকলারহাট থেকে বাড়ি ফেরার সময় নতুনবন্দর এলাকায় গেলে এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর ধাক্কা তাদের থাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় এঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। তার বাবা আব্দুল আজিজ গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ট্রাক্টরের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।