নিউজ ডেক্সঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ে (বেরোবি) রংপুর বিভাগীয় ও আট জেলার জেলা টিম এর সমন্বয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেরোবি’র বিজনেস অনুষদ সেমিনার হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি’র কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সেন্ট্রাল টিমেরআইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কনভেনর শামীমা বিনতে জলিল এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গভর্নিং বডির সদস্য আরেফিন দিপু। এসময় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের বিভাগীয় ও আট জেলা টিম লিডারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবং রংপুর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুল অ্যাম্বাসেডর, কলেজ অ্যাম্বাসেডর, বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডর ও পলিটেকনিক অ্যাম্বাসেডর প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।
এসময়ে মেয়র মহোদয় মোস্তাফিজার রহমান মোস্তফা তার সংক্ষিপ্ত বক্তব্যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে থাকার জন্য একাগ্রতা প্রকাশ করেন।