শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
বগুড়ায় শ্যালকের বাসর ঘরে ঢুকে নববধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি কারাগারে

বগুড়ায় শ্যালকের বাসর ঘরে ঢুকে নববধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি কারাগারে

নিউজ ডেক্সঃ

বগুড়ার ধুনটে বাসর ঘরে স্বামীর সহযোগিতায় নববধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। শুক্রবার রাতে মামলা করেন তিনি। পরে অভিযান চালিয়ে রাতেই মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন সিরাজগঞ্জ সদরের ভুরভুড়িয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই নববধূকে বিয়ে করে নিজের বাড়িতে তোলেন বর। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নবদম্পতি বাসর ঘরে ঢোকেন। এ সময় শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে পান করান বরের দুলাভাই আলমগীর। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন নববধূ। এরপর স্বামীর সহযোগিতায় রাতভর ওই নববধূকে ধর্ষণ করেন আলমগীর।

পরের দিন সকালে নববধূ ঘুম থেকে উঠে দেখেন আলমগীর তার সঙ্গে ঘুমিয়ে আছেন। আর একই ঘরের পাশের বিছানায় ঘুমিয়ে আছেন তার স্বামী। বিষয়টি শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে জানালেও তারা কর্ণপাত করেননি, উল্টো নববধূকে মারধর করেন। একইভাবে আরো কয়েক দিন তাকে ধর্ষণ করেন আলমগীর। পরবর্তীতে নববধূ তার বাবাকে মোবাইল ফোনে ঘটনাটি খুলে বলেন। এরপর তাকে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যান বাবা। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা করেছেন নববধূর বাবা। মামলায় আলমগীর হোসেন ছাড়াও নববধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি বলেন, ‘মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।’

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution