নারায়ণগঞ্জে প্রেমিকাকে গলা কেটে হত্যা মামলার আসামি ১০ মাস পর সাজিদ রাসেলকে (৩৫) রংপুরের মিঠাপুকুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে নারায়ণগঞ্জে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত সাজিদ রাসেল রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিল-এর মেয়ে তানজিনা বেগম (১৯) ও একই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমান-এর ছেলে সাজিদ রাসেল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় বসবাস করতো। এরই একপর্যায়ে তানজিনা বেগমের সংগে সাজিদ রাসেল প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে গত বছরের এপ্রিল মাসে গলা কেটে হত্যা করে।
এই ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় গত বছরের ৫ এপ্রিল মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাজিদ রাসেল পালিয়ে বেড়াচ্ছিলো। পলাতক সাজিদ রাসেল গ্রামের নিজ বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হলে বুধবার রংপুর পিবিআই নারায়ণগঞ্জ পিবিআই’র কাছে সাজিদ রাসেলকে হস্তান্তর করে।
রংপুর পিবিআই’র পুলিশ সুপার জাকির হোসেন জানিয়েছেন, গ্রেফতার সাজিদকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ পিবিআই মামলাটি তদন্ত করছে।