বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:১২ অপরাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
শ্যালকের প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার

শ্যালকের প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার

নিউজ ডেক্সঃ

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে কুড়িগ্রামের কচাকাটা থেকে রংপুরের বদরগঞ্জে এসে প্রেমিকের দুলাভাইয়ের ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা হলে শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মাস চারেক আগে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে একই থানার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের শহিদুল ইসলামের (৩২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শহিদুল বিবাহিত এবং দুই সন্তানের জনক হলেও বিষয়টি গোপন রেখে মেয়েটিকে ফুঁসলিয়ে গত মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে ভগ্নিপতি আরিফুল ইসলামের বাড়িতে নিয়ে যান। পরে আরিফুল ওই ছাত্রীকে তার বাসায় রাখলেও শ্যালক শহিদুলকে কৌশলে অন্য জায়গায় পাঠিয়ে দেন। এরপর গভীর রাতে শহিদুলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী জেলেপাড়ার একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান আরিফুল। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে জেলেপাড়ার লোকজন তাকে উদ্ধার করে। তবে আরিফুল পালিয়ে যান।

পরে বুধবার (৪ মে) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনাটি কুড়িগ্রামে জানানো হলে সেখান থেকে ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলা করেন। বৃহস্পতিবার (৫ মে) পুলিশ অভিযান চালিয়ে শ্যালক শহিদুল ও দুলাভাই আরিফুলকে গ্রেফতার করে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অবিবাহিত পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ ঘটনায় মামলা দায়ের হলে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution