নিজস্ব প্রতিবেদকঃ
রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব রংপুর(রিহ্যার) এর ঈদ পূণর্মিলনী ও মাসিক সভা শুক্রবার ১৩ মে বিকেলে রংপুরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব রংপুর(রিহ্যার) এর সভাপতি মোঃমোয়াজ্জেম হোসেন (লাভলু),সিনিয়র সহসভাপতি মোঃমাহবুবার রহমান,সহ সভাপতি মোঃমোস্তফা সেলিম বেঙ্গল,সহ সভাপতি আব্দুর ছাত্তার শাহ,সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান,সহ সাধারন সম্পাদক প্রিয়নাত সরকার,সহ সাধারন সম্পাদক শেখ রেজওয়ান,অর্থ সম্পাদক মোঃমাকসুদ আলম চোধুরি, আফিস ও দপ্তর সম্পাদক মোঃমহসীন,আইন বিষয়ক সম্পাদক মোঃহাসানুজ্জামান সুমন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।