নিউজ ডেক্সঃ
রংপুর নগরীর সেনপাড়া থেকে মিম নামে ৮ বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। এ বিষয়ে মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়রি সূত্রে জানাগেছে,রংপুর সদর থানার বৈকন্ঠপুর এলাকার শাহজাহান মিয়ার কন্যা মিম (৮) নগরীর সেনপাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম আজাদের বাড়িত থাকত। গতকাল সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মেয়েটির গায়ের রং শ্যামলা উচ্চতা আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি। এবিষয়ে মোঃ আব্দুল হাকিম আজাদ জিডি করেছেন।