নিউজ ডেক্সঃ
আগামীকাল শুক্রবার (২০ মে) রংপুর মেট্রোপলিটন এলাকায় সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে মেট্রোপলিটন পুলিশ।
এ নিয়ে গতকাল বুধবার ( ১৮ মে) গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( ডিবি এ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুরের ৩৪ টি কেন্দ্রে। সেদিন সকাল সাড়ে দশ টা হতে বারো টা পর্যন্ত চলবে পরীক্ষা। এজন্য সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের দুইশত গজের মধ্যে সকাল সাড়ে আট টা হতে দুপুর এক টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।