মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
হারাগাছে জুয়ার আসর থেকে ইউপি সদস্য সহ ৫ জন গ্রেপ্তার।

হারাগাছে জুয়ার আসর থেকে ইউপি সদস্য সহ ৫ জন গ্রেপ্তার।

নিউজ ডেক্সঃ

রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নে জুয়া খেলার সময় ইউপি সদস্য জহুরুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের সময় কাউনিয়ার নাজিরদহ খানাসামা গ্রামের জিয়া কলোনিতে জুয়াখেলা অবস্থায় হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামসহ (৪৮) পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৯০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন- মৃত মজিবর রহমানের ছেলে ফারুক মিয়া (৪৯), জাবেদ আলীর ছেলে ইব্রাহীম আলী (৪০), মোতাহার আলীর ছেলে মমিনুর ইসলাম (৪৫) এবং আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৩২)। তাদের সকলেই হারাগাছের নাজিরদহ গ্রামের বাসিন্দা।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে কন্টিনজেন্ট মোবিলাইজেশনের একটি চৌকস দল ও কাউনিয়া থানার যৌথ অভিযানে জিয়া কলোনি থেকে ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution