নিউজ ডেক্সঃ
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিলসহ সবুজ মিয়া (৩২) নামে এক মাদককারবারি আটক হয়েছে। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটক সবুজ মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী এলাকার বাদশা গাড়িয়ালের ছেলে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সবুজ মিয়া তার বাড়ির এলাকা থেকে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, আটক সবুজকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হবে।