মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
রংপুরে মেয়েকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা;স্ত্রী ও আরেক মেয়ে আহত

রংপুরে মেয়েকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা;স্ত্রী ও আরেক মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগাছা উপজেলাধীন ৮নং কৈকুড়ি ইউনিয়নের মংলা কুঠি গ্রামে বড় মেয়েকে কুপিয়ে হত্যা এবং ছোট মেয়ে ও স্ত্রীকে হত্যার চেষ্ঠা এবং নিজে বিষপান ও গলায় ছুরি বসিয়ে আত্বহত্যার চেষ্ঠা করেন এক ব্যাক্তি। রংপুর জেলাধীন পীরগাছা থানার মংলাকুঠি নামক গ্রামের বাসিন্দা রশিদুল (৩৫), পিতা- মোস্তাফিজার ১৯ জুন অনুমানিক সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় নিজ স্ত্রী জেসমিন (৩০) এর সাথে বিবাদের জেরে তার বড় মেয়ে রাফিয়া (১১) কে গলা কেটে হত্যা করে সেই সাথে তার ছোট মেয়ে রুবাইয়া (৪) এর চোখে আঘাত ও মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রী জেসমিন (৩০) কে গলায়, মাথায় ও হাতে ছুরি দিয়ে গুরুতর জখম করে। এরপরে নিজে বিষপান করে ও নিজের গলায় নিজে ছুরি চালায়। উপোরোক্ত ৩ জন কে রংপুর মেডিকেল হাসপাতালে ভতি করা হয়েছে।

রশিদ কে ১৭নং নাক কান গলা ওয়াডে এবং তার স্ত্রী জেসমিন ও মেয়ে রুবাইয়াকে ১৮নং নিউরোসাজারী ওয়াডে ভতি করা হয়েছে বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থা আশংকা জনক।ঘটনা টি ঘটেছে পীরগাছা থানা এলাকায়। ঘটনার মূল কারণ জানা যায় নি। তবে ধারনা করা হচ্ছে পরোকিয়ার জেরে এমনটি হয়েছে। অন্য সোর্স মাধ্যমে জানা যায়, রশিদ নামে লোকটির মাথায় একটু সমস্যা ছিলো।

এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুস শুকুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা ঘটনার প্রাথমিক আলামত সংগ্রহ করেছি আহতরা চিকিৎসাধিন রয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution