নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগাছা উপজেলাধীন ৮নং কৈকুড়ি ইউনিয়নের মংলা কুঠি গ্রামে বড় মেয়েকে কুপিয়ে হত্যা এবং ছোট মেয়ে ও স্ত্রীকে হত্যার চেষ্ঠা এবং নিজে বিষপান ও গলায় ছুরি বসিয়ে আত্বহত্যার চেষ্ঠা করেন এক ব্যাক্তি। রংপুর জেলাধীন পীরগাছা থানার মংলাকুঠি নামক গ্রামের বাসিন্দা রশিদুল (৩৫), পিতা- মোস্তাফিজার ১৯ জুন অনুমানিক সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় নিজ স্ত্রী জেসমিন (৩০) এর সাথে বিবাদের জেরে তার বড় মেয়ে রাফিয়া (১১) কে গলা কেটে হত্যা করে সেই সাথে তার ছোট মেয়ে রুবাইয়া (৪) এর চোখে আঘাত ও মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রী জেসমিন (৩০) কে গলায়, মাথায় ও হাতে ছুরি দিয়ে গুরুতর জখম করে। এরপরে নিজে বিষপান করে ও নিজের গলায় নিজে ছুরি চালায়। উপোরোক্ত ৩ জন কে রংপুর মেডিকেল হাসপাতালে ভতি করা হয়েছে।
রশিদ কে ১৭নং নাক কান গলা ওয়াডে এবং তার স্ত্রী জেসমিন ও মেয়ে রুবাইয়াকে ১৮নং নিউরোসাজারী ওয়াডে ভতি করা হয়েছে বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থা আশংকা জনক।ঘটনা টি ঘটেছে পীরগাছা থানা এলাকায়। ঘটনার মূল কারণ জানা যায় নি। তবে ধারনা করা হচ্ছে পরোকিয়ার জেরে এমনটি হয়েছে। অন্য সোর্স মাধ্যমে জানা যায়, রশিদ নামে লোকটির মাথায় একটু সমস্যা ছিলো।
এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুস শুকুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা ঘটনার প্রাথমিক আলামত সংগ্রহ করেছি আহতরা চিকিৎসাধিন রয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।