বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
রংপুরে প্রাইভেটকারে ৫ ছাগল চুরির চেষ্টা, জনতার ধাওয়ায় সব রেখে পালালো চোর

রংপুরে প্রাইভেটকারে ৫ ছাগল চুরির চেষ্টা, জনতার ধাওয়ায় সব রেখে পালালো চোর

নিউজ ডেক্সঃ
রংপুরের সদর উপজেলায় পাঁচ ছাগল চুরির পর প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিল চোরচক্র। এ সময় জনতার ধাওয়ায় গাড়ি ও ছাগল রেখে পালিয়ে যায় তারা।

বুধবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাইভেটকার ও উদ্ধার ছাগলগুলো থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াপাড়া এলাকায় একটি গাড়ি (প্রাইভেটকার) রাস্তায় থামিয়ে কয়েকটি ছাগল তুলতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসীর সন্দেহ হলে প্রাইভেটকারটিকে ধাওয়া করেন। গাড়িটি থামানোর জন্য একটি মোটরসাইকেল গতিরোধের চেষ্টা করলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা একটি ছাগলকেও চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।

ধাওয়ার এক পর্যায়ে রংপুর নগরীর লাকিপাড়া এলাকায় প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়ে যায় ভেতরে থাকা কয়েকজন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ গিয়ে প্রাইভেটকার ও উদ্ধার পাঁচটি ছাগল থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, উদ্ধার হওয়া পাঁচটি ছাগল থানায় রয়েছে। গাড়ির মালিক ও ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution