বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:১৯ অপরাহ্ন

খবরের শিরোনাম :
চিকিংসক স্ত্রীর মামলায় বিচারক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ১ যুবকের ১১ বছর কারাদণ্ড প্রধানমন্ত্রীর সহযোহিতায় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো………. মেয়র মোস্তফা তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬ শতাধিক আবারও জাতীয় দলে ফিরছেন নাসির! বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না—- জি এম কাদের নাশকতার অভিযোগে রংপুর নগরীতে শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার রংপুর মেডিকেলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে দুদক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল হবে আরেকটি মাইলফলক: প্রধানমন্ত্রী বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন ওবায়দুল কাদের
রংপুর সিটি কর্পোরেশনে নগর পুষ্টি কর্ম পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনে নগর পুষ্টি কর্ম পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেক্সঃ
রংপুর সিটি কর্পোরেশনে নগর পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, সিনজেন্টা ফাইন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত নিউট্রিশন ইন সিটি ইকোসিটেমস (নাইস) প্রকল্পের নগর পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু।
সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, রাজস্ব কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতেমা, রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম আহমেদ, সংরক্ষিত মহিলা কমিশনার মোছাঃ হাসনা বানু, সিনিয়র মৎস অফিসার, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার,মেট্রোপলিটন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এএসএম সাদেকুর রহমান,নাইচ ফুড সিসটেমস নারী দলের সভাপতি উম্মে কুলসুম, নাইচ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী (পিসি)খন্দকার ফারজান আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুবুল আলম।
পর্যালোচনা সভায় প্রকল্পের কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন নিউট্রিশন সিটি ইকোসিটেমস (নাইচ) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোশফেকুল আলম তালুকদার।
পর্যলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেইরি এসোসিয়েশনের সা.সম্পাদক এসএম আসিফুল ইসলামসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, কাউন্সিলর, ইউএনডিপি, ব্র্যাকসহ নগরীর বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় উপ¯িহত সকলের মাধ্যমে একটি নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনার তথ্য সংগ্রহ করা হয় ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০১০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মায়াবাজার.কম
Developed BY Rafi It Solution